বাংলাদেশের নাগরিকরা এপারে এসে অনেকেই পুলিশের হাতে ধরা পড়েছে। আবার ওপার থেকে জঙ্গিরাও এপারে ধরা পড়েছে। বাংলাদেশের অশান্তি এখনও পুরোপুরি থেমেছে বলা যায় না। আবার ভারতের সঙ্গেও সম্পর্ক ভাল রাখছে না পড়শি দেশ। মাঝেমধ্যেই এপারে এসে বাংলার ফসল কেটে নিয়ে যায় তারা বলে অভিযোগ। এই অত্যাচার চলাকালীন এবার ওপারের আততায়ীরা কোচবিহারের কৃষক উকিল বর্মনকে অপবরণ করল। এই ঘটনায় বিস্তর আলোড়ন ছড়িয়ে পড়েছে। কারণ দু’সপ্তাহ হয়ে গেল এখনও ওপার থেকে এপারে নিয়ে আসা গেল না।
কোচবিহারের কৃষক উকিল বর্মন অত্যন্ত সাধারণ একজন মানুষ। তাঁকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হতবাক অনেকেই। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন। এই আবহে আজ, বৃহস্পতিবার ওই কৃষকের বাড়িতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। কোচবিহারের পশ্চিম শীতলকুচিতে বাড়ি কৃষক উকিল বর্মনের। আইজি রাজেশ কুমার যাদব এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য–সহ শীর্ষ পর্যায়ের পুলিশ কর্তারা কৃষকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। যদিও তাঁরা উদ্বিগ্নই রয়েছেন।
আরও পড়ুন: দিঘা বিতর্কের মধ্যেই মমতা–অভিষেককে আমন্ত্রণ দিলীপের, বিবাহোত্তর সংবর্ধনায় আর কারা?
একদিকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাতে বাংলার তিনজন পর্যটকের প্রাণ গিয়েছে পহেলগাঁওতে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাক সেনারা আটকে রেখেছে। আর তার মধ্যেই বাংলার কৃষককে অপহরণ করেছে বাংলাদেশের আততায়ীর দল। প্রায় দু’সপ্তাহ কেটে গিয়েছে। এখনও বাড়িতে ফেরেননি শীতলকুচির অপহৃত কৃষক। বিএসএফ এবং বিজিবির মধ্যে বৃহস্পতিবার দুপুরে ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে খবর। সেখানেও কোনও সমাধান সূত্র বের হয়নি বলেই সূত্রের খবর। অপহৃত ওই কৃষক এখনও বাংলাদেশের হেফাজতে।
কৃষক উকিল বর্মন কাঁটাতারের ওপারে জিরো খতিয়ানের জমিতে কাজ করতে যান। আর তখন কৃষক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশের আততায়ীরা বলে ওঠে অভিযোগ। এই বিষয় নিয়ে পর পর কদিন বিজিবির সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু উকিল বর্মনকে এখনও ছাড়েনি বাংলাদেশ। কাঁটাতারের ওপার থেকে তুলে নিয়ে যাওয়া বাংলার কৃষককে উদ্ধার করেছে বিজিবি। কিন্তু এপারে পাঠাচ্ছে না। উকিলের স্ত্রী শোভা বর্মন সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের সংসার কীভাবে চলবে সেটা কেউ বুঝতে পারছেন না।’ উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদবের বক্তব্য, ‘বিএসএফ ও পুলিশ চেষ্টা করছে ওই কৃষককে এপারে ফেরাতে। আমরা ১০০ ভাগ নিশ্চিত উকিল বর্মন দ্রুত বাড়ি ফিরবেন।’