এগরার বালিঘাই ফকিরদাস হাইস্কুলে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় শিক্ষক সম্মেলন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, পড়ুয়াদের পঠনপাঠন বন্ধ রেখে আয়োজিত হয়েছে এই সম্মেলন। এর পেছনে রয়েছে সংঘ-ঘনিষ্ঠ সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। এর প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা।
আরও পড়ুন: দক্ষিণে বর্ষা, উত্তরে তীব্র গরম, একাধিক স্কুলে অসুস্থ পড়ুয়ারা, উঠছে ছুটির দাবি
জানা গিয়েছে, এই সম্মেলনের জন্য শনিবার স্কুলে ক্লাস হয়নি। এদিন সকালেই কিছু ছাত্রছাত্রী যথারীতি স্কুলে চলে আসে। কিন্তু তারা ক্লাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়। স্থানীয় অভিভাবকদের একাংশ অভিযোগ করেন, কোনওরকম আগাম নোটিশ ছাড়াই প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে স্কুল ভবনকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন এই শিক্ষাসংগঠনের জন্য। আদতে এই সংগঠন একটি রাজনৈতিক আদর্শঘেঁষা প্ল্যাটফর্ম।
অভিভাবকদের একাংশ এদিন স্কুলে গিয়ে সরাসরি প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ ওঠে, সম্মেলনের প্রস্তুতির নামে আগের দিন শুক্রবার থেকেই স্কুলে কার্যত ছুটির আবহ তৈরি হয়। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে ঘিরে সুর চড়িয়েছে। বিধায়ক তরুণকুমার মাইতি কড়া ভাষায় বলেন, একটি শতবর্ষপ্রাচীন বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ রেখে সংঘ ঘনিষ্ঠ সংগঠনকে স্কুলের পরিসর তুলে দেওয়া সম্পূর্ণ অনৈতিক।