হুগলির গুপ্তিপাড়ায় শিশুপুত্রের দেহ উদ্ধারের দিনই ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল গুড়াপে। রবিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ফাঁসি দাবি করেছে মৃতার পরিবার।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের অভিযোগ TMCর বিরুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে’
নিহত শিশুটির মা জানিয়েছেন, রবিবার বিকেলে ৫ বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী। কিন্তু সন্ধ্যা নামলেও সে বাড়িতে না ফেরায় প্রতিবেশীর বাড়িতে যান শিশুটির মা। তখন অশোক সিং নামে ওই ব্যক্তি জানান, শিশুটি আগেই বাড়ি ফিরে গিয়েছে। এর পর শিশুটিকে খুঁজতে শুরু করে গোটা পাড়ার লোক। রাত বাড়লেও তার সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে অশোক শিট ঘর থেকে বেরিয়ে পাড়ার লোকেদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তখনই সন্দেহ হয় শিশুর মায়ের। তিনি ঘরে ঢুকতে চাইলে বাধা দেন ওই ব্যক্তি। স্থানীয়দের চাপে শেষ পর্যন্ত ঘরে ঢুকতে দিতে বাধ্য হন তিনি। এর পর বিছানায় তল্লাশি করার সময় শিশুটির মা দেখেন, মশারি - বালিশের তলায় চাপা দেওয়া তাঁর ৫ বছরের শিশুকন্যা।
সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব
শিশুটির মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে মেরে বিছানা বালিশ চাপা দিয়ে রেখেছিল। আমি ওর ফাঁসি চাই।
ঘটনায় অভিযুক্ত অশোক সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে সোমবার আদালতে পেশ করবে পুলিশ।