কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে ভিড় উপচে পড়বে। এই আবহে ইতিমধ্যেই হোটেল ব্যবসায়ীরা রুম ভাড়ার অঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। এমনকি পর্যটকদের তিনদিনের প্যাকেজ নিতে বাধ্য করার ঘটনাও সামনে আসছে। অথচ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও হোটেল মালিকই কাউকে তিনদিনের প্যাকেজে বেঁধে রাখতে পারবেন না। যে পর্যটক একদিন বা দু’দিন থাকতে চান, তাঁকে সে সুযোগ দিতে হবে এবং ভাড়াও রাখতে হবে সাধ্যের মধ্যে।
আরও পড়ুন: তারাপীঠেও স্কাইওয়াক তৈরি হবে? মুখ খুললেন মমতা, বললেন 'অনেক উন্নয়ন হয়েছে…..’
জানা গিয়েছে, জেলাশাসক বিধান রায় গত ৬ অগস্ট প্রশাসনিক বৈঠকেই হোটেল অ্যাসোসিয়েশনকে কড়া বার্তা দেন। তিনি সাফ বলেন, অতিরিক্ত ভাড়া বা জোরপূর্বক প্যাকেজ চাপিয়ে দেওয়া চলবে না। তবুও বাস্তবে ঠিক উল্টো চিত্র ধরা পড়ছে। অভিযোগ, হোটেলগুলিতে একদিন বা দু’দিন থাকার সুযোগ দিলেও ভাড়ার অঙ্ক এতটাই বেশি রাখা হয়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
অভিযোগকারীদের দাবি, সাধারণত যেখানে এসি সিঙ্গেল রুমের ভাড়া ৮০০ টাকা, সেখানে বর্তমানে সেই রুমের জন্য চাইছে প্রায় ৬০০০ টাকা। ডাবল বেডরুমের ভাড়াও পৌঁছে গিয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকায়। কিছু হোটেল কর্মী সরাসরি জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার সময় রেট আলাদা, কম হলে এক হাজার টাকা কমানো যেতে পারে। এমন পরিস্থিতিতে অনেক পর্যটকই ক্ষোভ প্রকাশ করেছেন।