আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহক যাতে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্যের খাদ্য দফতর। বিভাগীয় প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন এবিষয়ে। তাঁর নির্দেশ, রেশন কার্ডধারীরা খাদ্যপণ্য থেকে বঞ্চিত হলে তার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ডিলার বা দফতরের আধিকারিকদের নিতে হবে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: অন্ত্যোদয় গ্রাহকদের জন্য উদ্যোগ, রেশন বণ্টনে সমতা আনতে ভাগ করা হবে বড় পরিবার
খাদ্য দফতর জানিয়েছে, আগামী ৩১ অগস্টের মধ্যে প্রত্যেক জেলাশাসককে লিখিত রিপোর্ট পাঠাতে হবে। সেই রিপোর্টে উল্লেখ করতে হবে আধার সংক্রান্ত জটিলতার কারণে কতজন গ্রাহক রেশন থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখনও কোনও অভিযোগ অমীমাংসিত রয়ে গেছে কি না। জেলা পর্যায়ে নিষ্পত্তি সম্ভব নয় এমন ক্ষেত্রে কীভাবে সমাধান করা যায়, তাও জানাতে বলা হয়েছে।
বর্তমানে জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প মিলিয়ে প্রায় ৮ কোটি ৯০ লক্ষ মানুষ খাদ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছেন। খাদ্য দফতর সূত্রে খবর, এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ রেশন কার্ডধারীর আধারের সঙ্গে বায়োমেট্রিক যাচাই ও ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবুও অবশিষ্ট কয়েক শতাংশ মানুষ আধার না থাকার কারণে বা যাচাই অসম্পূর্ণ থাকায় বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার দিকেই সরাসরি নজর দিয়েছে দফতর।