রথযাত্রার দিন সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। জলে ডুবে মৃত্যু হল ৯ বছরের এক শিশুর। ঘটনাটি হাওড়ার চ্যাটার্জিহাটের ড্রেনেজ ক্যানাল সাইট রোডের। সেখানে অবস্থিত ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে স্বামীজি সংঘ নামে একটি সুইমিং পুলে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত শিশুর নাম বিদিপ্ত ঘোষ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে শিশুর পরিবারে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত নেমেছে চ্যাটার্জীহাট থানার পুলিশ।
পারিবারিক এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাস ধরে সেখানে সাঁতার শিখছিল ওই শিশু। গতকাল বিকেল পাঁচটা নাগাদ প্রায় ৩০ জন শিশু সাঁতার শিখছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। সুইমিং পুল কর্তৃপক্ষ আচমকা তাকে উবু হয়ে ভাসতে দেখে। জল থেকে তড়িঘড়ি উদ্ধার করে ক্লাব কর্তৃপক্ষ। কোনও সাড়াশব্দ না পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ক্লাবের কেয়ারটেকার কাম লাইভ সেভিং এক্সর্পাট কৃষ্ণগোপাল সাহা বলেন, ‘জলে থেকে উদ্ধার করে ওর প্রাথমিক চিকিৎসা করি। ওর পেট থেকে প্রচুর জল ঢুকে গিয়েছিল ও বমি করিয়ে জল বের করা হয়। কিন্তু তাতেও কিছু না হওয়ায় আমরা ওকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে সন্ধেয় মৃত্যু হয়।’