সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল কোচবিহারে। দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর না পাওয়া গেলেও চালক-সহ আহত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি চৌপথীতে। দুর্ঘটনার ফলে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে পিকআপ ভ্যানের ডান দিকের অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিতে ইট বোঝাই ছিল। সেটি নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিক আপ ভ্যানটি। খাগড়াবাড়ি মোড়ের কাছে চালক পিক আপ ভ্যানটি ঘোরাতে গেলে ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুটি গাড়ি সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায় লরিটি। ঘটনায় চালক-সহ দুটি গাড়িতে থাকা ৬ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে রাস্তায় যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘এই দিন সকাল ৬টা নাগাদ লরি এবং পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিই। আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’