ডেঙ্গুর মধ্যেই জলপাইগুড়িতে নতুন করে আতঙ্ক ছড়াল ‘জাপানি এনকেফালাইটিস’। মশাবাহিত এই ভাইরাল রোগে চলতি বছরে আক্রান্ত হয়েছেন পাঁচজন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জনে। এই খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতা থেকে স্বাস্থ্য আধিকারিকরা সেখানে ছুটে যান এলাকা পরিদর্শনে।
আরও পড়ুন: বড় সাফল্য, রাজ্যের প্রথম ডেঙ্গু মুক্ত অঞ্চল হয়ে উঠল পানিহাটি, রিপোর্ট সুডার
জানা যাচ্ছে, মৃতরা জলপাইগুড়ি সদর, ডাবগ্রাম এবং বানারহাট এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে এক জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, অপরজন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও উদ্বেগজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। রবিবার কলকাতা থেকে বিশেষভাবে পাঠানো হয় স্বাস্থ্য দফতরের চিকিৎসক তাপস রায়কে। তিনি জেলা পরিদর্শনের পাশাপাশি বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকাও ঘুরে দেখেন। কারণ বর্তমানে যিনি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি ওই এলাকার বাসিন্দা। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জাপানি এনকেফালাইটিস প্রথমে জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশির মাধ্যমে শরীরে প্রভাব ফেলে। পরে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আঘাত হানে। অসাড়তা, খিঁচুনি এবং পক্ষাঘাতের মতো জটিল উপসর্গ দেখা দিতে পারে, যার পরিণতি হতে পারে মৃত্যু, যদি না সময়মতো সঠিক চিকিৎসা হয়।