প্রথম থেকেই ‘প্রত্যাঘাত’-এর পক্ষে সওয়াল তুলেছেন। ‘বদলা’ নেওয়ারও দাবি তুলেছেন। এবার আরও একধাপ এগিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বললেন, ভারতের অস্ত্রভাণ্ডার তো ডিম পাড়ার জন্য বসে নেই।সীমান্তে চিনের আগ্রাসন বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন অধীর। পাকিস্তানে যেমন সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, তেমনই চিনকে 'যোগ্য জবাব' দেওয়ার দাবি তুলেছেন। এমনকী বলেছেন, 'প্রধানমন্ত্রীর সাহসের অভাব হয়েছে।' তারইমধ্যে বৃহস্পতিবার একাধিক টুইটবার্তায় বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমনে আমাদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও অবস্থা পরিবর্তনের বিষয়ে অনড় চিন। যার জেরে আমাদের সেনার ২০ জনের প্রাণহানি হয়েছে।চিন উদ্বেগজনক এবং ইচ্ছামতো ক্রমশ আমাদের ভূখণ্ড জরবদখল করে যাচ্ছে। যা ভারতের সুরক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে বিপজ্জনক। সেটা আমাদের কাছে আটকে পড়ার মতো বিষয়। কিন্তু আমরা চিনা সেনার কাছে দমে যেতে পারি না।’ তারপর আরও সুর চড়িয়ে চিনের বিরুদ্ধে পালটা অভিযান চালানোর দাবি তোলেন অধীর। তিনি বলেন, ‘যে কোনও মূল্যে ওদের (চিনা সেনা) ফেরত পাঠাতে হবে। আমাদের অস্ত্রভাণ্ডার ডিম পাড়ার জন্য তৈরি করা হয়নি। তাই পালটা আক্রমণ চালান, পিছু হটিয়ে দিন, চিনা আগ্রাসনকে দমিয়ে দিন, সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে ভারতীয় সঙ্গে থাকবেন ভগবান।’