পরিবারের সঙ্গে মালয়েশিয়া ঘুরতে যাচ্ছিল এক শিশু। কিন্তু ভ্রমণ শুরু হবার আগে বিমানবন্দরে ঘটে গেল বিপত্তি। শুল্ক বিভাগের একটি কুকুর হঠাৎ করে শিশুটির ওপর হামলা চালায়। কুকুরের কামড়ে শিশুটির পিঠে গভীর চোট লাগে। যারফলে শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে। একইসঙ্গে মালেশিয়ায় ভ্রমণ বাতিল করতে হয় পরিবারটিকে। এই ঘটনায় শুল্ক বিভাগের বিরুদ্ধ থানায় এফআইআর দায়ের করেছে শিশুর পরিবার।
আরও পড়ুন: ঘরে ঢুকে শয্যাশয়ী বৃদ্ধকে খুবলে খেল পথ কুকুরের দল, হল মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা!
পরিবার সূত্রে জানা গিয়েছে, কুকুরটি অ্যালসেশিয়ান প্রজাতির। মাদকদ্রব্য শনাক্ত করার জন্য শুল্ক দফতরের প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু, হ্যান্ডলার কুকুরটিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। শিশুর ওপর হামলার সময় হ্যান্ডলার আশেপাশে সাহায্যের জন্য উপস্থিত ছিলেন না এবং পরিবারের চিৎকারের পরেও কুকুরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে পালিয়ে যান। ঘটনাটি ঘটে গত ১২ অগস্ট। চার বছরের শিশু অনব জৈনর বাবা রৌনক জৈন বিমানবন্দর থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরের ডাক্তার প্রথমে শিশুর আঘাতের তীব্রতা ছোট করে দেখিয়েছিলেন। শিশুর অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও পর্যাপ্ত চিকিৎসা এবং জরুরি পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ দেখার জন্য তাঁদের অনুরোধ বাতিল করা হয়েছে।
শিশুকে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুকে আগামী ২৮ দিনের মধ্যে পাঁচটি ডোজ টিকা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবেও চরমভাবে বিপর্যস্ত। বিধাননগর পুলিশ জানিয়েছে, তারা কুকুরের হ্যান্ডলারের বিরুদ্ধে বিএনএস ধারায় মামলা রুজু করেছে। অভিযোগ অনুযায়ী, হ্যান্ডলারের দোষ প্রমাণিত হলে তাকে ছয় মাস পর্যন্ত জেল অথবা ৫০০ টাকা জরিমানা বা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে। পরিবারের দাবি, বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও স্পষ্ট ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করা হয়নি। তারা আশা করছেন, তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভ্রমণে যাওয়ার সময় যে এমন বিপত্তি ঘটবে তা ভাবতেও পারেনি পরিবার।