Vastu Tips: ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখেন? অমঙ্গল দূর করতে বাস্তুমতে এসব দিক এড়িয়ে চলুন Updated: 30 Aug 2025, 12:00 PM IST Sanket Dhar Vastu Tips For Indoor Plants: বাড়ির ভিতর ইনডোর প্ল্যান্ট রাখেন অনেকেই। এতে বাড়ির মধ্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। পাশাপাশি ঘরের সৌন্দর্যও বাড়ে। তবে বাস্তুশাস্ত্র ও ফেং শুই অনুসারে, কিছু নির্দিষ্ট দিকে গাছ রাখলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।