Vastu Tips: ঘুরে ঘুরে খাবার খেলে বাস্তুমতে বড় অমঙ্গল! কোন সমস্যা দেখা দেয় পরিবারে? Updated: 31 Aug 2025, 01:00 PM IST Sanket Dhar Vastu Tips Eating While Roaming: ঘুরে ঘুরে খাবার খাওয়া বাস্তুমতে অশুভ বলে মনে করা হয়। বাস্তুমতে, স্থির এবং শান্ত হয়ে এক জায়গায় বসে খাবার খেলে তা শরীর ও মনের জন্য ভালো হয় এবং খাদ্যের সম্পূর্ণ পুষ্টি পাওয়া যায়।