বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেব হলেন, ধন, বৈভব, ঐশ্বর্য, বিলাসিতার কারক। তিনি ভৌতিক সুখেরও কারক। যখনই শুক্র গ্রহের চালে পরিবর্তন হয়, তখনই এই সমস্ত ক্ষেত্রগুলিতে বিশেষ প্রভাব পড়তে থাকে। শুক্র, আসন্ন সময়ে এবার সোজা পথে চলতে থাকবেন। তারফলে বহু রাশির ভাগ্যে আসবে সুখ শান্তির জোয়ার। ৩ রাশি বিশেষভাবে লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি? দেখে নিন।
মিথুন
পেশার ক্ষেত্রে পাবেন নতুন সুযোগ। শুক্র গ্রহ, আপনার গোটর কুণ্ডলীতে কেরিয়ার আর কাজের ক্ষেত্রে মার্গী হতে চলেছেন। সঙ্গে সঙ্গে আপনার আয়ের দিক থেকেও ব্যাপক লাভ হতে পারে। আপনার প্রেম জীবনও এই সময় ভালোর দিকে যেতে পারে। বিবাহিতদের বৈবাহিক জীবন ভালোর দিকে যেতে পারে। চাকপরি ক্ষেত্রে নতুন কোনও সুযোগ পাবেন।
কুম্ভ
আসন্ন সময় খারাপ কাটবে না কুম্ভের। শুক্রদেব আপনার রাশিতে বাণীস্থানে সোজা চালে হাঁটতে শুরু করতে চলেছেন। এরফলে আপনার ধনপ্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। টাকার যে আর্থিক সংকট ছিল, তা এবার সমাপ্তির পথে। আপনার ব্যক্তিত্বও আগের থেকে ভালো অবস্থায় যাবে। আপনার কথায় অনেকেই ইমপ্রেস হয়ে যাবেন। চাকরিরতরা খুব শিগগিরই কেরিয়ারের দিক থেকে ভালো সাফল্য পেয়ে থাকবেন। ব্যবসায়ীদের ভাগ্যে আসবে আর্থিক জোয়ার।
কন্যা
বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। আর্থিক দিক থেকে এই পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। বিভিন্ন মাধ্যম থেকে ধনপ্রাপ্তি হবে। পরিবারে হাসি খুশি অবস্থা থাকবে। আপনার খুবই প্রশংসা আসতে থাকবে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা হাতে আসবে। আপনার কাজের খুবই প্রশংসা হবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে।
কবে হবে শুক্রের মার্গী চালে হাঁটা শুরু?
জ্যোতিষগণনা অনুসারে, আসন্ন এপ্রিল মাসেই রয়েছে শুক্রের মার্গী চালে গমন। তারফলে এপ্রিল মাসেই এই ৩ রাশির সুখের সময় আসতে চলেছে। কারা কারা ভাগ্যবান হতে চলেছেন, দেখা যাক।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )