রাখি পূর্ণিমা ২০২৫-এ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে। তারফলে বহু রাশি সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। নবপঞ্চম, গজলক্ষ্মী, সর্বার্থ সিদ্ধি, সমসপ্তক যোগের মতো একাধিক তাবড় যোগ তৈরি হচ্ছে রাখি পূর্ণিমায়। আর এই দিনে গ্রহদের মধ্যে অন্যতম শক্তিশালী গ্রহ, শনি আর মঙ্গল তৈরি করবেন প্রতিযুতিযোগ। এই প্রতিযুতি যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বৈদিক জ্যোতিষ বলছে, ওই দিন ডবল রাজযোগ তৈরি করবেন গ্রহদের সেনাপতি মঙ্গল। ৯ অগস্ট সকাল ৯ টায় রয়েছে প্রতিযুতি যোগ। সেদিন আরও একাধিক যোগ রয়েছে। সব মিলিয়ে সুসময় আসতে চলেছে কোন কোন রাশিতে? দেখে নিন।
তুলা
এই রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্র থেকে ভালো লাভ পাবেন। জীবনে নতুন নতুন দিকে কোনও একটি দিশা পাবেন। এখন যে বিনিয়োগ করবেন, তা আসন্ন সময়ের জন্য খুবই ভালো হবে। এই সময় ব্যবসার ভিত্তিও তৈরি করে দেবে। এই যোগের প্রভাবে বিদেশযাত্রা সম্পন্ন হবে। বিদেশে চাকরি করার ইচ্ছা পূরণ হতে পারে। এরই সঙ্গে ধার্মিক আর তীর্থ যাত্রার যোগও তৈরি হবে।
( Crime News: ৩ কি.মির মধ্যে ছড়িয়ে মানব দেহখণ্ড! পাঁচ জায়গায় হাড়হিম দৃশ্য, কুকুরের মুখে.., টুমকুরুতে চাঞ্চল্য)
মীন
পরিশ্রমের যে প্রাপ্য ফল পাওয়ার কথা রয়েছে, তাইই পাবেন। এই সময় আপনার ব্যবসা, চাকরি, পরিবার, সন্তানের শিক্ষার ক্ষেত্র থেকে ভালো লাভ পাবেন। যে সিদ্ধান্ত আপনি এখনও পর্যন্ত নিতে পারছিলেন না, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবার। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসতে পারে। আপনার জীবনে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব হবে পোক্ত। বিদেশের সঙ্গে জড়িত হয়ে যদি নতুন কোনও কাজ করেন, তাহলে তা লাভ দেবে।
মেষ
কিছু ক্ষেত্রে ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। শনির প্রতিযুতি যোগ বহু রাশির জাতক জাতিকাকে ভালো ফল দিতে পারে। বিদেশে কোনও ব্যবসা চললে, তা থেকে ভালো লাভ পেতে পারেন। আয় ব্যয়ের ক্ষেত্র থেকেও ভালো কিছু লাভ হবে। সব দিক থেকে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। পরিশ্রমের সঠিক ফল পাবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)