শনির রাশি পরিবর্তনের মতোই গুরুত্বপূর্ণ ঘটনা হল শনির নক্ষত্র পরিবর্তন। শনির গতি ব্যক্তির জীবনকে নানান ভাবে প্রভাবিত করে। ২৯ এপ্রিল ২০২২ সালে শনি নিজের রাশি পরিবর্তন করবে, কিন্তু তার আগে নক্ষত্র পরিবর্তন করবে এই গ্রহ। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কাল শ্রবণ নক্ষত্র থেকে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। ১৫ মার্চ পর্যন্ত এই নক্ষত্রেই বিচরণ করবে শনি। এর ফলে কয়েকটি রাশির ওপর শুভ প্রভাব পড়বে।
মেষ- আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির পাশাপাশি আয় বৃদ্ধি হবে। চাকরিজীবীরা এ সময় নতুন চাকরির সুযোগও পাবেন।
বৃশ্চিক- শনির নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক জাতকদের জীবনে অনুকূল প্রভাব বিস্তার করবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। আবার এই রাশির কিছু কিছু জাতক একাধিক উৎস থেকে আয় করতে পারেন। কাজের কারণে যাত্রায় যেতে পারেন। অর্থ লাভের যোগ রয়েছে।
মকর- কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। যাত্রার ফলে ভালো লাভ হবে। ভাগ্য বৃদ্ধি সম্ভব। অর্থ সঞ্চয়ে সফল হবেন।
কুম্ভ- চাকরিতে আগত সমস্যা দূর হবে। ব্যবসায়ীরা এই সময়কালে লাভের একাধিক সুযোগ পাবেন। নতুন ব্যবসা শুরুর জন্য সময় অনুকূল। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।