বৈদিক জ্যোতিষে কর্মফলদাতা শনির রাশি এবং নক্ষত্র পরিবর্তন উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। রাশি পরিবর্তন করতে শনির ৩০ মাস সময় লাগে। ২০২২ সালে শনি রাশি পরিবর্তন করবে। তবে এর আগে নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন ন্যায় দণ্ডাধিকারী শনি। সমস্ত রাশির ওপর শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে, তব সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৪ রাশির জাতকদের ওপর। কারণ এ সময় তাঁরা বিশেষ ভাবে লাভবান হবেন।
কবে নক্ষত্র পরিবর্তন করবে শনি?
বৈদিক পঞ্চিকা অনুযায়ী বর্তমানে শনি শ্রবণ নক্ষত্রে বিচরণ করছে। গত বছর ২২ জানুয়ারি থেকে শ্রবণ নক্ষত্রে গোচর করছে শনি। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই বিরাজ করবেন কর্মফলদাতা। ১৮ ফেব্রুয়ারি থেকে শনি ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করা শুরু করবেন। এর পর ২০২৩ সালের ১৫ মার্চ ফের শনিক নক্ষত্র পরিবর্তন হবে।
অর্থ লাভ করবেন এই রাশির জাতকরা
জ্যোতিষ অনুযায়ী মঙ্গল এই নক্ষত্রের অধিপতি। এই নক্ষত্রের অধিষ্ঠাতা দেব অষ্ট বসবাল ও রাশি অধিপতি শনি। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পর্যায়ে জন্ম গ্রহণ করে থাকে জাতকদের রাশি মকর এবং শেষের দুই চরণে জন্মগ্রহণ করে থাকলে জাতকের রাশি কুম্ভ হয়। এ কারণে শনির নক্ষত্র পরিবর্তন মেষ, বৃশ্চিক, মকর ও কুম্ভ জাতকদেক জন্য শুভ। শনির নক্ষত্র পরিবর্তনের ফলে এই চার রাশির জাতকদের ব্যবসায় ভালো অর্থ লাভ হবে। কেরিয়ারের দিক দিয়েও সময় ভালো।