পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি > শনির রাশি পরিবর্তন লাভের দ্বার খুলবে এই জাতকদের জীবনে
জ্যোতিষে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। শনির রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সমস্ত গ্রহর মধ্যে শনি ধীরগতিতে চলেন। আড়াই বছরে একবার রাশি পরিবর্তন হয় শনির, যাঁর প্রভাব সমস্ত রাশির ওপর পড়ে। শনির অশুভ প্রভাবের কারণে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আবার শুভ প্রভাবে ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
শনি কবে রাশি পরিবর্তন করবে-
২৯ এপ্রিল ২০২২ সালে মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। কুম্ভ রাশির অধিপতি শনি। শনির রাশি পরিবর্তন কাঁদের জন্য শুভ জেনে নিন—
ধনু
- শনির রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকরা শনির সাড়েসাতি থেকে মুক্তি পাবেন।
- আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
- কাজে সাফল্যের জন্য অধিক পরিশ্রম করতে হবে।
- সাবধানে লেনদেন করুন।
- দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।
মিথুন
- শনির রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির ওপর থেকে শনির আড়াইয়ের প্রভাব শেষ হবে।
- মান-সম্মান বৃদ্ধি হবে।
- আর্থিক লাভ হবে।
- দাম্পত্য জীবন সুখে কাটবে।
- কাজে সাফল্য লাভ করবেন।
তুলা
- শনি রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শনির আড়াইয়ের প্রভাব থেকে মুক্তি পাবেন তুলা রাশির জাতকরা।
- আর্থিক সমস্যা থেকে মুক্ত হবেন।
- মন শান্ত থাকবে।
- লগ্নির ফলে লাভ হবে।
- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের লাভ হবে।