জ্যোতিষশাস্ত্রমতে মনে করা হয়, সকলের কর্মের হিসাব রাখেন কর্মফলদাতা শনিদেব। ফলে শনিদেবের সামান্য পরিবর্তনও প্রভাব ফেলতে থাকে জাতক জাতিকাগের জীবনে। বর্তমানে শনিদেব সদ্য মীন রাশিতে প্রবেশ করে গিয়েছেন। জ্যোতিষ গণনা মতে, মীন রাশিতে শনিদেব ১৩৮ দিন উল্টো চালে চলার পর সোজা পথে হাঁটবেন। ফলত, ২০২৫ সালে শনির মার্গী অবস্থা আসতে চলেছে। কবে মার্গী হবেন শনিদেব? তা জানা যাক। এছাড়াও দেখা যাক, শনিদেব মার্গী হতেই লাভের মুখ দেখতে চলেছে কোন কোন রাশি?
মিথুন
এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এবার পূর্ণ হতে চলেছে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনি যদি চাকরিরত হন, তাহলেও আসতে পারে সুখবর। আপনার পরিশ্রমের দ্বারা আপনার সংস্থা কোনও বড় প্রজেক্ট পেতে পারেন। আপনি পেতে পারেন নতুন দায়িত্ব। আপনার বেতন বৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন বড় লাভ। আপনার কোনও বিনিয়োগ থেকে বড় লাভ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। জীবনে আসবে নানান খুশি আনন্দ। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে। বিভিন্ন সমস্যা থেকে পাবেন মুক্তি। স্বাস্থ্য থাকতে চলেছে ভালো।
( পুরীর জগন্নাথ মন্দির চত্বরের ‘রসাঘর’ ঘিরে রয়েছে কোন রহস্য! মহাপ্রসাদে থাকে না কী কী সবজি?)