কর্মফলদাতা শনিদেবের সঙ্গে গ্রহরাজ সূর্যদেবের যুতি চিরকালই খুবই তাৎপর্যবাহী। গত ১৪ এপ্রিল সূর্য নিজের উচ্চ রাশি মেষে গোচর করেছেন। আর শনি, সূর্য দুজনেই একে অপরের ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছেন। তারফলে তৈরি হয়েছে দ্বিদ্বাদশ যোগ। সূর্য, আর শনিদেবের এই দুর্লভ রাজযোগ ১৫ মে পর্যন্ত চলবে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে পারেন। কারা লাকি দেখে নিন।
মিথুন
স্বাস্থ্য ভালো থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। জীবনে নানান রকমের আনন্দ আসতে পারে। শনি ও সূর্যের দ্বারা গঠিত এই বিরল রাজযোগ ধন ও সমৃদ্ধি বৃদ্ধি করবে। অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে উন্নত হবে। আয় বৃদ্ধির অনেক নতুন উৎস উন্মোচিত হবে। ব্যবসায় আপনি প্রচুর লাভ পাবেন। বিনিয়োগের জন্য আপনি অনেক সুবর্ণ সুযোগ পাবেন। এই সময়ে, আপনি প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য পাবেন।
( Lucky Zodiac Signs from 20 April: ২৪ ঘণ্টার মধ্যেই রয়েছে রাজযোগ! মকর সহ বহু রাশির ঝোড়ো উন্নতির যোগ)
কর্কট
চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই লাবদায়ক। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। পদোন্নতির সুযোগ রয়েছে এই সময়। বহু চাকরিরতদের পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায় এই সময় আর্থির উন্নতি হু হু করে হবে। শনিদেবের বিশেষ কৃপা পাবেন। তাতে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সমাজে মান সম্মান বাড়বে। বাড়বে আত্মবিশ্বাস।
কুম্ভ
ব্যবসায়ীদের উন্নতির নতুন নতুন রাস্তা খুলে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। সব দিক থেকে সাফল্য আসবে। ব্যবসায় আর্থিক লাভ রয়েছে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও উন্নতির বার্তা পেতে পারেন। সব কাজ করতে গিয়েই সৌভাগ্য পাবেন। টাকা রোজগার হবে জমিয়ে। সহযোগীর সঙ্গে কোনও জরুরি কাজ সম্পন্ন হবে। ব্যবসায় লগ্নি করলে লাভ পাবেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)