Samudra Shastra Hair In Ears: কানের ভিতরে লোম বা চুল থাকা নিয়ে সমুদ্রশাস্ত্রে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। তবে এই ব্যাখ্যাগুলো মূলত কানের বিভিন্ন অংশ এবং আকারের ওপর ভিত্তি করে করা হয়। কানের ভিতরে চুল সাধারণত পুরুষদের মধ্যে দেখা যায় এবং এটি বয়সের সঙ্গেও সম্পর্কিত।