রাহু চন্দ্র যোগ: কোন জাতক-জাতিকার জন্মছকে বা রাশিচক্রে রাহু চন্দ্র যদি একত্রে বসে তাহলে তা একেবারে শুভ নয়, কারণ এই যোগটি একটি অশুভ যোগ এবং এই যোগটিকে গ্রহণ যোগ বলা হয়. গ্রহন যোগ যদি কারুর জন্মছকে থাকে তাহলে বেশ কিছু সমস্যা দেখা যায় তার জীবনে ।
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে চন্দ্র হচ্ছে মন আর রাহু হলো মনের অস্থিরতা, চঞ্চলতা, পাগলামী. রাহু চন্দ্রের যোগ থাকলে জাতকের মন অত্যাধিক পরিমাণে চঞ্চল হয়ে যায়, সবকিছু নিয়েই একটু বেশি আশা করে ফেলে, এদের যে মানসিক চাহিদা সেটা কোনো দিন পূরন হয় না, মাঝে মাঝে এরা নিজেরাই জানে না এরা ঠিক কি চায়, কোনো কিছু তেই এরা সহজে সন্তুষ্ট হয় না। যখন ছোটবয়সে ছাত্র জীবনে রাহু চন্দ্র একত্রে এমন জাতক জাতিকাদের মধ্যে পড়তে বসলে পড়াশোনা তে সহজে মন বসতে চায় না। যুব বয়সে এরা এমন কাউকে ভালোবাসে যে ভালোবাসা জীবনে পাওয়া বা সেই প্রেম বিবাহে পরিনত হওয়া খুব শক্ত বা অসম্ভব, অনেক সময় এই প্রেম অসামাজিক বা অবৈধ ও হতে পারে, এবং এটার জন্য জীবনে তাদের অনেক মূল্য ও চোকাতে হতে পারে, অনেক সময় এরা একাধিক সম্পর্কে ও জড়িয়ে যেতে পারে.
রাহু চন্দ্রর অবস্থান যদি শুভ হয় তাহলে এরা অনেক সময় সফলতা ও পেয়ে যান তবে তা হঠাৎ করে. তবে এই সফলতা তে সুখ থাকলেও মানসিক শান্তি থাকে না।
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776