জ্যোতিষশাস্ত্র মতে রাহুদেবের কৃপা ধন্য রাশিগুলি কঠিন সময়েও বিশেষভাবে পান লাভ। এই রাশিগুলির জাতক জাতিকারা লাভ পেতে থাকেন নানা দিক দিয়ে। জ্যোতিষমত বলছে, রাহুর মহাদশাতেও রাহুর কৃপায় থাকা রাশিগুলি পায় লাভ। তারফলে বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যায়। কারা কারা পাবেন লাভ, দেখে নিন।
মহাদশাতেও পাশে থাকেন রাহু:-
জীবনে এমন কিছু পরিস্থিতি এসে যায়, যখন কঠিন চ্যালেঞ্জ সামনে থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই কঠিন সময়ে রাহুদেব তাঁর প্রিয় রাশির জাতক জাতিকাদের সঙ্গত ছেড়ে যান না। মহাদশার মতো কঠিন সময়েও তাঁর প্রিয় রাশির জাতক জাতিকাদের পাশে থাকেন রাহু। জ্যোতিষশাস্ত্রে রাহুকে আকস্মিক ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। রাহুর কিছু বিশেষ অবস্থান শুভ ফল দিতে পারে এবং কিছু অবস্থান এমন যে এর ফলে ব্যক্তি গুরুতর পরিণতি ভোগ করতে পারে। যদি রাহু কোনও ব্যক্তির কুণ্ডলীতে তৃতীয় বা ষষ্ঠ ঘরে থাকে তবে সেই ব্যক্তি শুভ ফল লাভ করেন।
( ৭৩৪০ দিয়ে শুরু ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছে পাকিস্তানি ইন্টেল! কী উদ্দেশ্য?)
( পাকিস্তানের পরমাণু অস্ত্রের খুব কাছে কি পৌঁছে গিয়েছিল ভারত? সে কারণেই সিজ ফায়ার? Report যা বলছে..)
( ভারতের ‘অপারেশন সিঁদুর’র পরই সন্ত্রাস ইস্যুতে নড়েচড়ে বসল ঢাকা! এল নয়া বিধান, টার্গেটে আওয়ামি?)
সিংহ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পাপ গ্রহ রাহুর প্রিয় রাশি হল সিংহ। যখনই রাহু সিংহ রাশিতে গমন করে, তখন এই জাতকদের জন্য এটি শুভ ফল বয়ে আনে। সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই সম্পদের মালিক হন। এই সময়কালে, মানুষের জীবনে অনেক বড় এবং ইতিবাচক পরিবর্তন ঘটে।
( পাকিস্তানের সঙ্গে ‘সিজ ফায়ার’র পর বুদ্ধপূর্ণিমায় মোদী, শাহ, জয়শংকররা দিলেন কোন বার্তা?)
( শুধু দেশের নিরাপত্তাতেই কতগুলি স্যাটেলাইট কাজ করছে? ভারত-পাক সংঘাতের মাঝে মুখ খুললেন ইসরো চিফ)
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের উপর রাহুর বিশেষ আশীর্বাদ রয়েছে। বৃশ্চিক রাশি রাশির অন্যতম প্রিয় রাশি। এই রাশির জাতকদের কর্মজীবনে সাফল্য প্রদানে রাহু প্রধান ভূমিকা পালন করে। রাহুর প্রভাবে ব্যক্তিটি ব্যবসায় ভালো ফলন করে এবং তার আর্থিক অবস্থাও ভালো থাকে। সব দিক থেকেই ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। মানসিক চাপ শেষ হয়।