Palmistry Tips: পরকীয়ায় লিপ্ত হতে পারে সঙ্গী? হাতের বিবাহ রেখার এই ধরনই বলে দেবে Updated: 04 Jul 2025, 01:00 PM IST Sanket Dhar হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, আপনার হাতের রেখা দেখে প্রেম, বিবাহ এবং সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই প্রাচীন বিদ্যা অনুসারে, হাতের কিছু নির্দিষ্ট রেখা ও চিহ্ন আপনার প্রেম ভাগ্য এবং দাম্পত্য জীবন কেমন হবে, তা নির্দেশ করে।