Palmistry Tips: ছায়ার মতো সঙ্গী হয় সাফল্য ও সমৃদ্ধি, হাতে এই চিহ্ন থাকা মানেই চকচকে কপাল Updated: 30 Aug 2025, 01:00 PM IST Sanket Dhar Palmistry Tips For X Sign On Hand: জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যায় হাতের তালুর রেখাগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বলা হয়, এই রেখাগুলো একজন ব্যক্তির ভবিষ্যৎ, ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে।