২০২৫ সালের অক্টোবরে একগুচ্ছ গ্রহের গোচর হতে চলেছে। অক্টোবরে এই বছর রয়েছে কালীপুজো সহ নানান উৎসব। আর এই ধনতেরাস, দিওয়ালি, কালীপুজো, ভাইফোঁটা থেকে জগদ্ধাত্রী পুজোর মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারণ শুক্র সহ বহু রাশির গোচর এই মাসে হতে চলেছে। কারা কারা লাকি? দেখে নিন।
ধনু
চাকরিরতরা ভাগ্যে ভালো সহযোগিতা পেতে পারেন। সৌভাগ্যের যোগ্য সঙ্গত পেতে পারেন। যে চেষ্টা করছেন, তার পুরোপুরি সাফল্য পেতে পারেন। পরিশ্রম সাফল্যের দিকে নিয়ে যাবে। বেতন বৃদ্ধি হতে পারে। যাঁরা আর্থিক কষ্টে ভুগছেন, তাঁরা ভালো চাকরি পেতে পারেন। আপনার বিষয়ে সমাজে যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তা মুছে যাবে। বৈবাহিক জীবন ভালো কাটবে। সঙ্গীর সহযোগিতা পাবেন।
( Modi Trump Update: ভারতও নয়, USও নয়…অক্টোবরে মোদী-ট্রাম্পের সাক্ষাতের প্রবল সম্ভাবনা এই দেশটিতে!)
( Raj Yog 2025: মহালয়ার ২০২৫র আগেই শুভ যোগ! একগুচ্ছ রাশির প্রাপ্তির ঝুলি ভরবে, লাকি কারা?)
( Good Luck Astrology: দুর্গাপুজো ২০২৫র আগেই সমসপ্তক যোগ তৈরি! কপাল খোলার লিস্টে কারা?)
সিংহ
বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। জাতকদের ওপর কৃপা থাকবে। জাতক জাতিকাদের ভাগ্যে আসবে প্রমোশন। সময় ভালো কাটবে। কোনও ঝামেলা ঝাঁটি থাকলে তা কেটে যাবে। আপনার সম্পর্কে সামঞ্জস্য থাকবে। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে।
কুম্ভ
এই রাশিতে শনিদেব বক্রী অবস্থায় বিরাজমান। এই রাশিতে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। ধনধান্যে ভরে থাকবে সংসার। দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এবার সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। আপনার প্রতিটি চেষ্টা সমাজে আপনার মান সম্মান বাড়িয়ে দেবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বি.দ্র-আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। )