শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথি অত্যন্ত গুরুত্বের হিন্দু ধর্ম অনুসারে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বিশেষ তিথি পালিত হয়। এদিন নাগ দেবতার বিশেষ পুজো করা হয় দেশের নানা প্রান্তে। সেই ক্ষেত্রে ২০২৫ সালের নাগপঞ্চমী তিথি কবে পড়ছে, তার দিকে তাকিয়ে অনেকেই। শুধু তিথিই নয়। নাগপঞ্চমীতে কোন সময় থেকে পুজো শুরু হবে, তা নিয়েও রয়েছে কৌতূহল। দেখা যাক, নাগপঞ্চমী তিথি কবে থেকে পড়ছে, কখন রয়েছে পুজোর সময়।
নাগপঞ্চমী ২০২৫ তিথি:-
২৮ জুলাই ২০২৫ সালে পড়ছে শ্রাবণের সোমবার। আর তার ঠিক পরের দিন মঙ্গলবার রয়েছে শ্রাবণের নাগপঞ্চমী তিথি। ২৯ জুলাই পড়ছে ২০২৫ সালের নাগ পঞ্চমী তিথি। তবে তিথি পড়ে যাচ্ছে, ২৮ জুলাই রাতে। অর্থাৎ আজ শ্রাবণের সোমবার রাতেই ১১ টা ২৪ মিনিটে পড়ছে নাগপঞ্চমীর তিথি। তিথি শেষ হবে ৩০ জুলাই। ক্যালেন্ডার অনুযায়ী, ৩০ জুলাই রাত ১২ টা ৪৫ মিনিটে শেষ হবে তিথি। এই তিথি উদয়া তিথি অনুসারে ২৯ জুলাই পালিত হবে। ফলত, এই দিনেই নাগ পঞ্চমীর ব্রত আর পুজোর দিন পালিত হবে।
নাগপঞ্চমী তিথির শুভ মুহূর্ত:-
২৯ জুলাই ২০২৫ সালে নাগপঞ্চমী তিথি সকাল ৫ টা ৪১ মিনিটে পড়ছে। আর তা চলবে সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত। বলা হয়, এই সময়কালের পুজোতে কাল সর্পদোষ বা সর্পদংশ দোষ থাকলে তা থেকে মুক্তি মেলে। এই সময় নাগ দেবতার বিধিবদ্ধ পুজো খুবই শুভ বলে মনে করা হয়।
নাগ পঞ্চমী পূজা বিধি:-
১.সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন।
২.গোবর দিয়ে সাপের আকৃতি তৈরি করুন।
৩.সর্প দেবতাকে আবাহন করুন এবং ধ্যান করুন।
৪.দি আপনি উপবাস রাখতে চান, তাহলে একটি প্রতিজ্ঞা করুন।
৫.সর্পদেবতাকে শুকনো ফল, আবির, মেহেন্দি, ফুল এবং দুধ নিবেদন করুন।
৬.মন্ত্র জপ করুন।
৭.পূজার পরে আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)