বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Manasa Puja 2025: মনসা পুজোয় ভুলেও করবেন না এই ৫ ভুল! রুষ্ট হন দেবী, বিফলে যায় পুজো
পরবর্তী খবর
মনসা পুজো হলো ভক্তি ও নিষ্ঠার একটি আরাধনা। এই পুজো করার সময় কিছু ভুল করা থেকে বিরত থাকা উচিত, যাতে পুজোর ফল পূর্ণরূপে লাভ করা যায় এবং দেবী কুপিত না হন।
মনসা পুজোয় ভুলেও করবেন না এই ৫ ভুল
- জীব হত্যা: মনসা পুজো মূলত সাপকে কেন্দ্র করে হয়। এই সময়ে কোনো প্রাণীকে, বিশেষ করে সাপকে, আঘাত করা বা হত্যা করা চরম পাপ বলে বিবেচিত হয়। এই ধরনের কাজ করলে দেবীর রোষের শিকার হতে পারেন।
আরও পড়ুন - ফুলেফেঁপে উঠবে ধনভাগ্য, প্রেমেও লাভ! জন্মাষ্টমীর পুজো শেষে করুন এই বিশেষ কাজ
- ধূপধুনো দেওয়া: মা মনসা সর্পের দেবী। সর্পের দেবীর সামনে ধূপধুনো দেওয়া ঘোর অন্যায়। এতে পুজোর গুণ নষ্ট হয়ে যেতে পারে অচিবে। তাই পুজোর সময় ধূপধুনো একেবারেই দেওয়া যাবে না।
- অপবিত্রতা: মনসা পুজোর আগে শরীর ও মন উভয়ই শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। পুজো করার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত। যদি কেউ অপবিত্র অবস্থায় থাকে, তবে তার পুজো করা উচিত নয়।
আরও পড়ুন - কেবল মথুরা-বৃন্দাবনই নয়, জন্মাষ্টমীতে এই ৫ মন্দির দর্শনেও লোক আসে বহুদূর থেকে