নীল ষষ্ঠীর ব্রত হলো বাংলা বছরের শেষ ব্রত। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। মূলত বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব নীল ষষ্ঠী। বাঙালিরা এই পুজো বহু বছর ধরে করে আসছে। প্রত্যেক বাঙালি ঘরে বাঙালি গৃহিণীরা, সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে।
নীলের গান কে বলা হয় অষ্টক গান। নীল পুজোর দিন সন্ধ্যেবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে নীলের ঘরে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে তারপর সারাদিনের উপবাস ভঙ্গ করে। এই বছর নীল ষষ্ঠীর উপবাস পালিত হবে ১৩ ই এপ্রিল বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যেবেলায় নীলের ঘরে বাতি জ্বালিয়ে এই ব্রত উদযাপন করা হয়।
নীল পুজো উপলক্ষে অনেক জায়গায় বিশেষ উৎসব ও মেলার আয়োজন হয়। যেমন দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার ঝিকুর বেড়ে গ্রামে নীল পুজো উপলক্ষে বড় কাছারিতে উৎসব ও মেলা বসে।
বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বিলকান্দি গ্রামে দক্ষিণা কালীর ধ্যানে এই দিন অনুষ্ঠিত হয় বিশেষ উৎসব।
দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরে খাড়ি ফৌজদার তলায় সর্বমঙ্গলা দেবীর বার্ষিক পুজো উপলক্ষে মেলা বসে এই দিন।
এই দিন তারকেশ্বরে শিব ঠাকুরের মন্দিরে নীলের বাতিদান ও গাজন উপলক্ষে মহামেলা অনুষ্ঠিত হয়।
যারা সন্তানহীনতায় ভুগছেন বা অকাল মৃত্যুর হাত থেকে সন্তানকে রক্ষা করার জন্য প্রত্যেক বাঙালি মায়েরাই এই ব্রত করে থাকেন।