জ্যোতিষে এরকম অনেক ছোট ছোট উপায় আছে যার দ্বারা আমরা রোজকার সমস্যার সমাধান তো করতেই পারি তার সঙ্গে সঙ্গে ভাগ্যকেও বদলাতে পারি।
আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাজিক প্যাকেট আমরা বানাবো। ম্যাজিক প্যাকেট বানাতে আমাদের বিশেষ কিছু উপকরণ লাগবে। দেখে নেব সেই উপকরণ গুলি কী কী? ছোটো মিছরি, কেশর, ফুলযুক্ত গোটা লবঙ্গ এবং ছোট সবুজ এলাচ।
-আমরা সবাই জানি যে বাজারে ছোট ছোট সাইজ করা মিছরি কিনতে পাওয়া যায়। যেগুলো আমরা ভগবানকে প্রসাদ হিসাবে নিবেদন করে থাকি। এই ছোট সাইজের মিছরি কিছুটা কিনে আনতে হবে। এর সাথে সবুজ এলাচ, কেশর, ফুল যুক্ত গোটা লবঙ্গও দোকান থেকে কিনে আনতে হবে।
-জ্যোতিষ মতে মিছরি শুক্র গ্রহের, কেশর বৃহস্পতি গ্রহের, লবঙ্গ শনি গ্রহের এবং সবুজ এলাচ বুধগ্রহের প্রতিনিধিত্ব করে থাকে।
-এবার আমরা একটা ছোট বাটি নেব এবং সেই বাটিতে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ, পাঁচটা সবুজ এলাচ, পাঁচটা মিছরির টুকরো ও কিছুটা কেশর রাখব । জুনের শুরু থেকেই হঠাৎ আসতে পারে টাকা, রয়েছে বিদেশযাত্রার যোগ! কারা হবেন লাভবান?