বৈদিক জ্য়োতিষশাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। ১২ বছর পর পর বৃহস্পতির এক বিশেষ অবস্থানের পরিবর্তন হয়। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। ১২ বছর পর বুধের স্বামীত্বে থাকা মিথুন রাশিতে উদিত হবেন বুধ। যার ফলে ধনলক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি? রইল রাশিফল।
তুলা
এই রাজযোগ আপনার রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হবে। এই রাজযোগ আপনার রাশিতে নবম ভাবে অবস্থান করবে। আপনার সব কাজে মিলবে ভাগ্যের সহায়তা। আপনি কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। কাজের সূত্রে কোথাও যাত্রাও করতে পারেন। উচ্চশিক্ষা বা বিদেশের সঙ্গে জড়িত ক্ষেত্রে প্রগতি আসতে পারে। গুরুর কৃপায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের থেকে ভালো জায়গায় যাবে। দীর্ঘকালীন যোজনায় দেবগুরুর কৃপা লাগু হতে পারে।
( অ্যাকশনে বাংলাদেশের সেনাবাহিনী! আটক ৩ যুবদল নেতা, কী ঘটেছে?)
( অপারেশন সিঁদুরের সময় ISIকে তথ্য পাচার,পাক- খলিস্তানি নেতার সঙ্গে যোগ, পঞ্জাবে ধৃত 'স্পাই')
( সেন্ট মার্টিনে তাবড় কর্মকাণ্ড শুরু বাংলাদেশের সেনার! পৌঁছল নৌবাহিনীর জাহাজ ‘বনৌজা সমুদ্র জয়’)