আজ ১০ জুলাই ২০২৫ রয়েছে গুরু পূর্ণিমা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তিথি। এই শুভ তিথির সঙ্গেই আবার দেশের বিভিন্নপ্রান্তে শুরু হয়েছে আষাঢ় শেষে শ্রাবণকে আপন করে নেওয়ার পালা। তবে বাংলা ক্যালেন্ডার মতে শ্রাবণ আসতে দেরি রয়েছে কয়েকদিন। এই শ্রাবণে আসন্ন অমাবস্যাকে অনেকেই হরিয়ালি অমাবস্যা বলে থাকেন। সেই হরিয়ালি অমাবস্যা কবে? তার আগে দেখা যাক, আজ ১০ জুলাই ২০২৫-এ পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে?
গুরু পূর্ণিমা ২০২৫ তিথি:-
গুরু পূর্ণিমা ২০২৫র তিথি আজ ভোর রাত ১.৩৬ মিনিট থেকে শুরু হয়েছে। আর বৃহস্পতিবার দিনটি জুড়ে এই গুরু পূর্ণিমা তিথি পালিত হবে। তিথি শেষ হবে ১১ জুলাই ২০২৫তে। ১০ জুলাই মধ্যরাত পার করে ক্যালেন্ডারে ১১ জুলাই ২০২৫ এ গভীর রাত ২ টো ০৬ মিনিটে এই তিথি শেষ হবে। আজ শুক্লপক্ষের চন্দ্রোদয় রয়েছে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে। উল্লেখ্য, গুরু পূর্ণিমায় মহর্ষি বেদব্যাসের জন্মদিবস পালিত হয়। এই বিশেষ দিনে বহু মন্দিরে বিশেষ পুজো আয়োজিত হয়। অনেকেই নিজের গুরুর জন্য ব্রত পালন করে থাকেন।
হরিয়ালি অমাবস্যা:-
শ্রাবণের অমাবস্যা তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দুশাস্ত্রে। আর কয়েকদিন বাদেই আসছে শ্রাবণের অমাবস্যা। হিন্দুশাস্ত্র অনুসারে শ্রাবণ মহাদেব শিবের প্রিয় মাস। জুলাই মাসের ২৪ জুলাই পড়ছে অমাবস্যা তিথি। ২৪ জুলাই ২০২৫ সালে, রাত ২ টো ৩৯ মিনিটে শ্রাবণের অমাবস্যার তিথি শুরু হবে। অমাবস্যা তিথি শেষ হবে ২৫ জুলাই। এই মাসে অমাবল্যা বৃহস্পতিবার পড়েছে। আর তিথি শেষ হবে শুক্রবার। শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ সালে রাত ১২ টা ৪১ মিনিটে শেষ হবে অমাবস্যা তিথি। সাধারণত পূর্ব পুরুষের উদ্দেশে পিন্ডদান করা হয় এই অমাবস্যা তিথিতে। বহু জায়গায় বিশেষ কালীপুজোর আয়োজন করা হয় শ্রাবণের অমাবস্যা তিথিতে। এই অমাবস্যায় পড়ছে সর্বার্থ স্বার্থসিদ্ধি যোগ। সঙ্গে থাকবে শিববাস যোগ, পুষ্য যোগ। হর্ষণ যোগের শুভ সময় শেষ হবে সকাল ৯ টা ৫২ মিনিটে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)