Feng Shui Tips: বাড়ি থেকে অফিস, সর্বত্র আসবে সুখের জোয়ার! ফেং শুইয়ের গোল্ডেন রুল জানলেই হবে বাজিমাত Updated: 29 Aug 2025, 04:00 PM IST Sanket Dhar ফেং শুই একটি প্রাচীন চীনা শিল্প। এটি জীবন ও পরিবেশের মধ্যে ভারসাম্য ও সম্প্রীতি স্থাপনে সাহায্য করে। এর মূল লক্ষ্য হল ইতিবাচক শক্তি বা ‘চি’ (Chi)-কে বাড়িতে বা কর্মক্ষেত্রে প্রবাহিত করা, যা জীবনে সৌভাগ্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।