হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নিজেদের শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবেন আপামর বাঙালি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ষষ্ঠী (বঙ্গাব্দ ১৪২৮, ২০২১ সাল)। একনজরে দেখে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা) :ষষ্ঠী : ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার। ১) শ্রী শ্রী দেবীর কল্পারম্ভ - সকাল ৬ টা।২) শ্রী শ্রী দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস - সন্ধ্যা ৬ টা ২০ মিনিট।মহাসপ্তমী : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার। শ্রী শ্রী দেবীর মহাসপ্তমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট।মহাঅষ্টমী : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।১) শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট।২) কুমারীপুজো - সকাল ৯ টা।৩) সন্ধিপুজো - সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত।মহানবমী : ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।১) শ্রী শ্রী দেবীর মহানবমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট।২) হোম - বেলা ১২ টা ৩০ মিনিট।দশমী : ২৮ আশ্বিন/১৫ অক্টোবর, শুক্রবার।১) শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পুজো শুরু - সকাল ৫ টা ৩০ মিনিট।২) প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান - শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর।বিশেষ দ্রষ্টব্য - শ্রী শ্রী দেবীর সন্ধ্যারতি - রোজ শ্রী শ্রী ঠাকুরের পর (১২-১৪ অক্টোবর)।