Budh Vakri and Super Lucky Zodiacs: অর্থ, মান-যশ উপচে পড়বে! বুধের কৃপায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লাকি ৩ রাশি Updated: 30 Aug 2023, 07:07 PM IST Sritama Mitra আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকতে চলেছে। একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখে নেওয়া যাক, বুধের এই বক্রী চালের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।