বুদ্ধপূর্ণিমা ২০২৫এর সময়কাল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পূর্ণিমা তিথি পড়ে গিয়েছে। এদিকে, পঞ্জিকামত ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। বৈশাখের এই পূর্ণিমা তিথি ঘিরে জ্যোতিষমতে পঞ্জিকা অনুযায়ী তথ্য দেখে নিন। উল্লেখ্য, যেকোনও মাসের পূর্ণিমা তিথি শুভ কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বৈশাখের এই পূর্ণিমা তিথিতে রয়েছে আজকের বিশেষ অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমা কতক্ষণ থাকছে?
বুদ্ধ পূর্ণিমা ২০২৫র তিথি ঘিরে একাধিক মত উঠে আসছে। পূর্ণিমা পালিত হবে সোমবার। তারই মধ্যে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, রবিবার থেকে বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হয়েছে। রবিবার, ২৭ বৈশাখ, ইংরেজি ১১ মে পূর্ণিমা তিথি শুরু হয়। আর সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ৪৯ সেকেন্ড থেকে সেই তিথি শুরু হয়ে গিয়েছে। তিথি শেষ হচ্ছে আজ সোমবার। সোমবার, ১২ মে, ২০২৫ সাল। বাংলা ক্যালেন্ডার অনুসারে তা ২৮ বৈশাখ। এই দিন রাত ৯টা ১৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হচ্ছে বুদ্ধি পূর্ণিমার তিথি।
( হাঁটু গাড়ল পাকিস্তান? ভবিষ্যতে আলোচনার ‘হতে পারা’র কথা পাক মন্ত্রীর মুখে, কোন ৩ বিষয়!)
( খেলা ঘোরাবেন বুধ, গুরু, সূর্য! অর্থে, সমৃদ্ধিতে ভাগ্যে সোনার চমক আসছে ৩ রাশির)
আরেকটি মত বলছে, আজ বুদ্ধ পূর্ণিমার তিথি পালিত হচ্ছে। পূর্ণিমার তিথি শুরু হয়েছে ১১ মে, ২০২৫ সালে। সেদিন সন্দ্যা ৬ টা ৫৫ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়েছে। আর তিথি শেষ হবে ১২ মে সোমবার সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে। উদয়া তিথি অনুসারে বুদ্ধ পূর্ণিমা ১২ মে পালিত হচ্ছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত ম তে আজ বুদ্ধপূর্ণিমা কতক্ষণ থাকছে?
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূর্ণিমা তিথি ২৭ বৈশাখ, রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে। রবিবার,১১ মে তিথি শুরু হয়। রবিবার রাত ৮ টা ২ মিনিটে তিথি শুরু হয়েছে। আর তিথি থাকছে আজ ১২ মে ২০২৫ সালে রাত ১০টা ২৬ মিনিট পর্যন্ত।