Lucky Zodiacs: বুধের খেলায় সুবর্ণ সময় শুরু ৩ রাশির, ফুলেফেঁপে উঠবে ব্যাংক ব্যালেন্স, লাকি কারা? Updated: 27 Aug 2025, 09:00 PM IST Sanket Dhar Lucky Zodiacs For Budh Gochar: ৩০শে আগস্ট বিকেল ৪:৪৮ মিনিটে মঘা নক্ষত্রে গমন করবে বুধ। সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। এই নক্ষত্রটি কেতু গ্রহের অধীনে থাকে। যার ফলে পূর্বপুরুষ এবং আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে।