
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপবাস পালন করেন সারাদিন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানান রকমের পদ রান্না করেন তাঁরা। এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালোবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানান রসনার আয়োজন হয়। বিশেষত নানান রকমের মিষ্টি তৈরি হয়।
কোথায় বসিয়ে ভাইকে ফোঁটা দেবেন?
ভাইকে আসন বা কোনও চৌকিতে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি প্রচলিত রয়েছে ভাইফোঁটা ঘিরে। এটি ভাইয়ের মঙ্গল কামনায় করা হয়। এটি খুবই শুভ বিষয়। এমন দিনে ভাইকে বিশেষ একটি মন্ত্র পড়ে ফোঁটা দেওয়া হয়। কী সেই মন্ত্র? দেখে নিন।
( Dhanteras 2024 Tithi: ধনতেরাস ২০২৪ এ কলকাতায় সোনা, রুপো কেনার শুভ সময় কোনটি? রইল তিথি)
ভাইফোঁটার ছড়া
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা'। দ্বিতীয়াতে ফোঁটা দিলে এই মন্ত্র। আবার কোনও কোনও বাড়িতে প্রতিপদে ফোঁটা হয়। প্রতিপদে ফোঁটার লছড়ার লাইন,'প্রতিপদে ফোঁটা.. দ্বিতীয়াতে দিয়া নীতা.. আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।'
কোনদিকে বসিয়ে ফোঁটা দেওয়া হয়?
ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। কখনওই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই। বোন বা দিদি যিনি ফোঁটা দিচ্ছেন, তাঁর মুখ যেন উত্তর দিকে থাকে।
ভাইফোঁটার সময় ২ ঘণ্টা
ভাইফোঁটার সময়কাল এবছর ২ ঘণ্টা ১১ মিনিট পর্যন্ত রয়েছে। ২০২৪ সালে ভাইফোঁটা রবিবার ৩ নভেম্বর। সেদিন দুপুর ১টা ১০ মিনিটে এই ভাইফোঁটার শুভ সময় শুরু হবে। শুভ সময় শেষ হবে ৩ টে ২২ মিনিটে। এই সময়ের মধ্যেই সারতে হবে ভাইফোঁটা।
ভাইফোঁটার কাহিনি
কথিত রয়েছে, এই বিশেষ তিথিতে যমরাজ তাঁর বোন যমুনার থেকে ফোঁটা নিয়েছিলেন। এই উৎসব তাই যমন দ্বিতীয়া নামে পরিচিত। আরেকটি মত বলছে, শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করে এমন দিনে বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই দিন সুভদ্রা তাঁর কপালে দেন তিলক। তাঁর দীর্ঘায়ু কামনা করেই এই তিলক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের ভাইফোঁটার রীতি ঘিরে কিছু বৈচিত্র্য রয়েছে। পূর্ববঙ্গের বহু জায়গায় দ্বিতীয়া ও প্রতিপদ মিলিয়ে ফোঁটার আয়োজন হয়।
৳7,777 IPL 2025 Sports Bonus