২০২৫ সালের জন্মাষ্টমী পড়েছে ১৬ অগস্ট। তবে তার আগেই রয়েছে ত্রিএকাদশ যোগ। এই শুভ যোগের ফল ১২ রাশিতে পড়তে চলেছে। একাধিক রাশির জাতক জাতিকারা এরফলে লাভের মুখ দেখতে চলেছেন। শনিদেব তৈরি করতে চলেছেন, ত্রিএকাদশ যোগ। এই ত্রিএকাদশ যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এরফলে কিছু রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পাবেন। ফলত, শনিদেবের কৃপায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগেই একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ১২ অগস্ট রয়েছে এই ত্রিএকাদশ যোগ।
বৃশ্চিক
পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। এই রাশির জাতক জাতিকারা অপার সাফল্য পাবেন। এরসঙ্গেই জীবনে খুশি আনন্দ আসতে থাকবে। হঠাৎ করে আকস্মিক ধনলাভ হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসায় আসবে লাভের যোগ। বৈবাহিক জীবন ভালোর দিকে যাবে। অনেকেই চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরাও পেতে পারেন সুখবর। অনেকেরই আসবে বিদেশযাত্রার সুখ।
কুম্ভ
শনি, অরুণের ত্রিএকাদশ যোগ আপনার জন্য বিপুল লাভের। এই রাশি থেকে দ্বিতীয় ভাবে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। এই সময় কোনও ছোট দূরত্বের যাত্রা করতে পারেন। আধ্যাত্মের দিকে আপনি ঝুঁকবেন। ধার্মিক কোনও কাজে আপনার ঝোঁক বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। জীবনে ফিরবে ভারসাম্য।
( Shukra ketu yuti: ভালো সময় আসছে ধনুর, লাকি হতে পারে আরও ২ রাশি! খেলা ঘোরাবেন শুক্র,কেতু)
কর্কট
জীবনে আসা নানান বাধা বিঘ্ন এবার কাটতে শুরু করবে। এরফলে এই রাশির জাতক জাতিকারা সাফল্যের রাস্তায় হাঁটবেন। অনেক সুযোগের দ্বার খুলতে চলেছে। কোথাও সফর করলে, তা থেকে লাভ পাবেন। হঠাৎ করে টাকার বৃদ্ধির যোগ তৈরি হবে। বাজারে বিনিয়োগ সম্পর্কিত ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেতে পারেন। আমদানি হু হু করে বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষমতায় সাহস আর দৃঢ়তা দেখা যাবে। বাবার স্বাস্থ্য ভালো থাকবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)