বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে প্রতিটি গ্রহই নিজের মতো করে পাল্টে ফেলেন অবস্থান। নানান সময়ে এই অবস্থানের পরিবর্তন হতে থাকে। তার প্রভাব যেমন মানুষের জীবনে পড়ে, তেমনই তার প্রভাব পড়ে দেশ দুনিয়ায়। শুক্র সেপ্টেম্বর মাসে প্রবেশ করবেন কন্যা রাশিতে। সেই সেপ্টেম্বর মাসেই রয়েছে দুর্গাপুজো ২০২৫। এই কন্যা রাশিতে আগে থেকেই রয়েছেন পাপী গ্রহ কেতু। আর এরফলেই কন্যা রাশিতে কেতু আর শুক্রের যুতি তৈরি হচ্ছে।এরফলে তিন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কাদের ভাগ্যে কী আসবে দেখা যাক।
ধনু
কেতু আর শুক্রের যুতিতে দুর্গাপুজোর মাসে ধনু রাশির জাতক জাতিকাদের ব্যপাক লাভ ঘরে আসবে। আপনাদের ভাগ্যোদয় হবে। টাকা, কেরিয়ার আর ব্যাঙ্ক ব্যালেন্সের দিক থেকে কিছুটা লাভ পাবেন। ব্যবসায়ীরা কোনও বড় বিনিয়োগ করতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্সের নিরিখে এই সময়কাল খুবই লাভদায়ক হতে পারে। বর্ষীয়ান জাতক জাতিকাদের কোনও একটি জায়গা থেকে বিপুল লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে যে ছাত্র ছাত্রীরা তাঁরা পাবেন লাভ।
কর্কট
এই যুতি আপনার রাশিতে ধন আর বাণীর স্থানে হচ্ছে। এই সময় আপনার হঠাৎ হঠাৎ করে হাতে আসবে টাকা। আকস্মিক টাকা কড়ি হাতে আসতেই সময় কাটবে ভালো। আত্মবিশ্বাসে বৃদ্ধি, আর কেরিয়ারে উন্নতিও দেখতে পাবেন। সম্পর্কের ভারসাম্য তৈরি হবে। মার্কেটিং, মিডিয়ার সঙ্গে জড়িতরা পাবেন লাভ।
বৃশ্চিক
এই সংযোগ আপনার গোচর কুণ্ডলীতে কর্মস্থানে তৈরি হবে। ফলত, কাজের দিক থেকে ভালো সাফল্য হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় খুবই ভালো হবে। বিদেশযাত্রা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে। চাকরিরতরা মান সম্মান পেতে পারেন। চাকরিরতদের মনের মতো জায়গায় হতে পারে ট্রান্সফার।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)