একটি বাড়ির সবথেকে শান্তি এবং নিশ্চিন্তের জায়গা হল বাড়ির বেডরুম অর্থাৎ শোয়ার ঘর। যে ঘরে আপনি সারাদিনের ক্লান্তির পর ঘুমোতে যান, সেটি যদি আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি থাকবেন চাপমুক্ত।
ফেং শুই টিপস অনুযায়ী বেডরুমে ভুলেও করবেন না এই সাতটি কাজ
অনেকে বেডরুমে গাঢ় রঙ করেন, যেটি পরবর্তীকালে আপনার মানসিক চাপ বাড়াতে পারে। তাই সবসময় বেডরুমে হালকা রঙ করবেন যাতে আপনার ঘুমে কোনও ব্যাঘাত না ঘটে।
আরও পড়ুন: শত্রুও আটকাতে পারবে না প্রোমোশন! অফিস ডেস্কে রাখুন ৩ জিনিস, জানাচ্ছে ফেং শুই
অনেকে প্রায়ই বিছানার তলায় কিছু না কিছু জিনিস রাখেন। এটা একেবারেই ভুল। বিছানার নিচে জিনিসপত্র রাখলে জীবনে অনেক বাধা সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করবেন বিছানার তলায় কিছু না রাখতে।
আপনার বিছানা এমন ভাবে কখনোই রাখবেন না যাতে ঘরে ঢুকলেই বিছানা দেখতে পাওয়া যায়। সবসময় একটি কোনায় বিছানা রাখার চেষ্টা করুন। এইভাবে বিছানা রাখলে দাম্পত্য কলহ কম হয়।
আপনার শোয়ার ঘরে যদি কোনও ঠাকুরের ছবি থাকে তাহলে অবিলম্বে সরিয়ে ফেলুন। ঈশ্বরের স্থান আপনার শোয়ার ঘরে নয়, এটি করলে বাড়িতে একাধিক নেতিবাচকতার সৃষ্টি হয়।
আরও পড়ুন: আলমারি রাখার ভুলেই হতে পারে সর্বনাশ, বাড়ির কোনদিকে রাখলে দ্রুত বাড়ে সম্পত্তি?
যুদ্ধ বা কোনও কলহের চিত্র কখনও ঘরে রাখবেন না। এতে কলহ বাড়ে, কমে না। মনকে শান্ত করে এমন চিত্র রাখার চেষ্টা করবেন বেডরুমে।
জলযুক্ত জিনিস যেমন অ্যাকোরিয়াম অথবা অপ্রাকৃতিক ঝর্ণা এই সমস্ত জিনিস রাখবেন না বেডরুমে। এতে আপনার আর্থিক ঝুঁকি বেড়ে যায়।
শোয়ার ঘরে কখনও জুতো বা চটি খুলে রাখবেন না। ঘরে জুতো রাখলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দাবিত্যাগ- (আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং সঠিক। বিস্তারিত এবং আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন ফেং শুই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)