
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৈশাখ মাসে হিন্দুশাস্ত্রমতে এক বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া। ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার তারিখ ও তিথি নিয়ে স্বভাবতই কৌতূহল রয়েছে। মনে করা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে যা কেনা হয়, তার বিনাশ কখনও হয় না। তা থাকে অক্ষত। সেই দিক থেকে এই দিনে সোনা কেনার রীতি পালিত হয়। দেখে নেওয়া যাক, ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া কখন থেকে শুরু? কতক্ষণ থাকবে এই অক্ষয় তৃতীয়া। রইল পঞ্জিকামত।
অক্ষয় তৃতীয়ার তিথি:-
দৃক পঞ্চাঙ্গ অনুসারে অক্ষয় তৃতীয়ার তিথি ২৯ এপ্রিল অর্থাৎ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টা ৩১ মিনিটে অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে। তিথি শেষ হবে আগামিকাল। অর্থাৎ ৩০ এপ্রিল, দুপুর ২ টো ১২ মিনিটে অক্ষয় তৃতীয়া তিথি শেষ হবে। অক্ষয় তৃতীয়ার দিন পুজোর সময় ৬ ঘণ্টা ৩৭ মিনিট। ৩০ এপ্রিল পুজোর সেরা সময় ভোর ৫ টা ৪১ মিনিট থেকে শুরু হবে, আর তা শেষ হচ্ছে সেদিন দুপুর ১২ টা ১৮ মিনিটে।
( দেশের এই জগন্নাথ মন্দির দেয় বর্ষার আগাম আঁচ? কী দেখে মেলে রহস্যময় ইঙ্গিত! লোকমুখে ফেরে ঘটনার কথা)
সোনার কেনার শুভ সময় ২৯ ও ৩০ এপ্রিল:-
অক্ষয় তৃতীয়া ২০২৫ সালে সোনা কেনার সময় আজ ২৯ এপ্রিল ২০২৫ সাল থেকেই শুরু হবে। আজ বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু। সোনা কেনার শুভ সময় শেষ হবে ৩০ এপ্রিল, ২০২৫ ভোর ৫ টা ৪২ মিনিটে। ১২ ঘণ্টা ১২ মিনিট শুভ সময় থাকছে। আজ লাভ মুহূর্ত থাকছে সন্ধ্যা ৮ টা ১৭ মিনিট থেকে ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত। ২৯ এপ্রিল সোনা কেনার শুভ সময়, বিকেল ৫ টা ৩১ মিনিটে শুরু হচ্ছে। ৩০ এপ্রিল সোনা কেনার শুভ সময় ভোর ৫ টা ৪০ মিনিট থেকে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত থাকছে। সকালে ১০ টা ৩৮ মিনিট থেকে দুপুর ১২ টা ১৮ পর্যন্ত ভালো সময় থাকছে। এটি শুভ মুহূর্ত। এছাড়াও লাভ ও অমৃত মুহূর্ত ৩০ এপ্রিল ভোর ৫ টা ৪০ মিনিট থেকে সকাল ৮ টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
6.88% Weekly Cashback on 2025 IPL Sports