আরব সাগর থেকে ২৬৪ মত্সজীবিকে উদ্ধার করল উপকূল বাহিনী
মঙ্গলবার ২৬৪ মত্সজীবিকে উদ্ধার করল ভারতীয় উপকূল বাহিনী। গোয়া থেকে ২৫০ ন্যটিকাল মাইল দূরে খারাপ আবহাওয়ার জেরে ৫০টি নৌকা আটকে পড়েছিল। সেই সময় উপকূল বাহিনীকে মেসেজ পাঠায় মত্সজীবিরা। তারপরেই কাজে নেমে পড়ে আরব সাগরে উপস্থিত সাতটি মার্চেন্ট ভেসেল। উপকূল সামুদ্রিক উদ্ধার কেন্দ্রের বার্তায় সাড়া দিয়ে মত্সজীবিদের নৌকার কাছে পোঁছায় ভেসেলগুলি। তারপর ভারতীয় উপকূল বাহিনীর জাহাজ এসে উদ্ধার করে আটকে থাকা মত্সজীবিদের। উদ্ধারের পর তাঁদের চিকিত্সারও ব্যবস্থা করে প্রশাসন।