মহারাষ্ট্রের মসনদে একনাথ! শিন্ডে সমর্থকদের উল্লাস গোয়া থেকে মুম্বইয়ে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে সদ্য শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। শিবসেনার এই দাপুটে বিদ্রোহী বিধায়ক মারাঠা রাজনীতিতে কার্যত দোলাচল তৈরি করেছেন। এদিকে, টিভির পর্দায় নেতা একনাথের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। গোয়ার হোটেলে একনাথপন্থী বিদ্রোহী বিধায়করা নাচের তালো দোলান কোমর। ততক্ষণে মুম্বইয়ের বৃষ্টিভেজা রাস্তাতেও একনাথ-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। সব মিলিয়ে আপাতত একনাথ শিবির চনমনে মেজাজে।