স্কুলে স্কুলে চোরের উপদ্রব দিন দিন বাড়ছে। এখন আবার প্রযুক্তির মারপ্যাঁচ বুঝে, সিসিটিভি ফুটেজও আস্ত রাখছে না চোর। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয়ের পর শান্তিপুরেই একটি বালিকা বিদ্যালযয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবার। নদিয়ার শান্তিপুর সুত্রাগড় গার্লস হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, স্কুলের প্রধান শিক্ষিকার ঘর এবং অফিস ঘরের সাতটি আলমারি ভেঙে প্রায় ৫০,০০০ টাকা চুরি হয়েছে বলে অনুমান করছেন প্রধান শিক্ষিকা। পালানোর সময় সিসিটিভির হার্ডডিক্সও খুলে নিয়ে গিয়েছে চোর। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল এবং ভাঙ্গা আলমারিগুলি দেখে গিয়েছে। এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।