Updated: 18 Jun 2020, 11:14 PM IST
লেখক Ayan Das
লকডাউনের জেরে ভিটেয় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য 'গরিব কল্যাণ রোজগার অভিযান' চালু করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নয়া প্রকল্পের জন্য ছ'টি রাজ্যের (বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড এবং ওড়িশা) ১১৬ টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। ওই রাজ্যগুলিতে সর্বাধিক পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন। ২৫ টি প্রকল্পকে (কাজ) একত্রিত করে মোট ৫০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। প্রকল্পের আওতায় শ্রমিকরা ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। আর কী কী রয়েছে প্রকল্পে, দেখুন ভিডিয়োয় -