বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi Rahul Handshake:লোকসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দনে রাহুল গান্ধী! স্পিকার নির্বাচনের দিনে দেখা গেল কোন দৃশ্য?
Updated: 26 Jun 2024, 03:31 PM IST
Sritama Mitra
সংসদের ১৮ তম লোকসভায় স্পিকার পদে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। তাঁকে এদিন সাদরে গ্রহণ করে তাঁর চেয়ার পর্যন্ত এগিয়ে নিয়ে যান নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে করমর্দন করতে দেখা যায়। যে দৃশ্য কেড়েছে নজর।