'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকরকে বিশেষ সম্মান রাজ্য পুলিশের, ভবানীভবনে কী বললেন শিল্পী?
ভবানী ভবনে রাজ্য পুলিশের তরফে বিশেষ সম্মান প্রদান করা হয় শিল্পী ভুবন বাদ্যকরকে। বীরভূম পুলিশের ডিএসপি পদমর্যাদার এক অফিসার তাঁকে রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য এবং এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। তাঁরাই এই সম্মান প্রদান করেন ভুবন বাদ্যকরকে।