Updated: 05 Jun 2022, 03:28 PM IST
লেখক Sritama Mitra
একেতে রবিবার, অন্যদিকে পার্বণের নাম জামাইষষ্ঠী! ফলে বাঙালি যে উদযাপনে এক চুলও পিছপা হবে না, তা বলাই বাহুল্য! পর পর ২ বছর করোনার জেরে বাজারে বিপুল ধাক্কা লাগে। সেই খরা পেরিয়ে এবার জামাইষষ্ঠীর আমেজে বাজার চাঙ্গা! আর বাঙালির উৎসব মানেই রকমারি মিষ্টির পদ। জামাই থেকে শুরু করে শ্বশুরবাড়ির সদস্যরা সকলেই ব্যস্ত মিষ্টি কিনতে। রাজ ভোগ, কেশর ভোগ, কেশর রসগোল্লা, মালাই দই, আমদই, ফুলবেরির চাহিদা তো রয়েইছে। 'মাতৃভোগ' থেকে 'নৌকা বিলাস'-ও বাজারে দাপুটে ব্যাটিং চালাচ্ছে! সবমিলিয়ে জমজমাট বাঙালির জামাইষষ্ঠীর আসর।