Updated: 28 Jul 2024, 02:41 PM IST
Sritama Mitra
সাত সকালে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করলো দাঁতাল হাতি। স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর,বেনাগেড়িয়া, সুভাষপল্লী, পুরাতন ঝাড়গ্রাম একাধিক এলাকায় দীর্ঘক্ষণ দাপটে ঘোরাঘুরি করে দাঁতাল হাতিটি। স্থানীয়দের কাছে এই হাতি রামলাল নামে পরিচিত। রামলাল কে দেখতে যেমন রীতিমতো শহরের মানুষের মধ্যে উৎসাহ তেমনই আতঙ্ক ছড়িয়েছে শহরে।