Updated: 20 Mar 2023, 09:35 PM IST
লেখক Sritama Mitra
জ্বালানি তেলের দাম রকেট গতিতে বেড়ে চলেছে। ফলে মধ্যবিত্তের পকেটে টান তো পড়ছেই। এমন এক সময়কালে বাঁকুড়ার মনোজিৎ মণ্ডল তাক লাগালেন। তিনি তাঁর কেনা গাড়ির ভোল কার্যত পাল্টে দিয়েছেন। ন্যানো গাড়ির ইঞ্জিন খুলে গাড়ির ছাদে লাগিয়েছেন সোলার প্যানেল। সৌরশক্তি চালিত গাড়িতে, ১০০ কিলোমিটার যেতে খরচ হচ্ছে মাত্র ৩০ টাকা। নেই ইঞ্জিন, তবে রয়েছে গিয়ার সিস্টেম। ফোর্থ গিয়ারের ওপর ভরসা করে প্রতি ঘণ্টা ৮০ কিলোমিটারের গতিতে ছুটছে গাড়ি। কীভাবে এই তাক লাগানো কাণ্ড ঘটালেন মনোজিৎ মণ্ডল? এই অভিনব উদ্যোগের কারিগর মুখ খুললেন।